• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত

প্রতীকী ছবি

দুর্ঘটনা

সড়কে ঝরল আরো ৭ প্রাণ

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

যাত্রাবাড়ীর শনিরআখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মৃত মামাকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল ভাগ্নি। এ ছাড়া ফেনীর ছাগলনাইয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম, কুষ্টিয়া, নেত্রকোনার কেন্দুয়া, মেহেরপুরের গাংনী ও কক্সবাজারে সড়কে ঝরল আরো ৬ প্রাণ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজধানী : যাত্রাবাড়ীর শনিরআখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলের ধাক্কায় হালিমা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে আমাদের মেডিকেল সংবাদদাতা জানান, ডেমরার বাসা থেকে তিনি ছোট বোন হালিমাকে নিয়ে মোটরসাইকেলযোগে কাকরাইল ম্যানপাওয়ার অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন বোনের অফিসিয়াল কাজের জন্য। পথে ওই স্থানে অপর একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়েন হালিমা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বনগ্রামে। তিনি ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। ৩ সন্তানের জননী ছিলেন হালিমা। ৫ বোন ও ১ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। বর্তমানে ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকায় মায়ের সঙ্গে থাকতেন তিনি। তার বাবার নাম মৃত আবদুল গনি।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : মৃত মামাকে দেখতে রওনা হয়ে নিজেই লাশ হয়ে ফিরল ভাগ্নি কবিতা আক্তার কাকলী (১৪)। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে পণ্ডিতপুর ফায়ার স্টেশন সংলগ্ন নাচোল-আমনুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। কবিতার বাবা গোলাম কবির জানান, তানোর উপজেলার সাদিপুর গ্রামের আবদুর রহমানের ছেলে তার শ্যালক রায়হানের মৃত্যুর খবর পেয়ে মেয়ে কবিতাকে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। ওই সড়কে ধানসুরার দিক থেকে আসা একটি গরু বোঝাই ভটভটি (স্টিয়ারিং) তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তার মেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং তাকে চাপা দিলে ঘটনাস্থলেই কবিতার মৃত্যু হয়। কবিতা উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

ছাগলনাইয়া (ফেনী) : রাজু (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর সোয়া ১টায় মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজুর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট গ্রামে। তিনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আতর ইসলাম মজুমদার (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গ্রামের মরহুম লালু মিয়া মজুমদারের ছেলে।

কুষ্টিয়া : মিরপুরে পাখি ভ্যানের (ব্যাটারিচালিত রিকশা) ধাক্কায় মুস্তাকিম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের একমাত্র ছেলে।

নেত্রকোনা : কেন্দুয়ায় হাল চাষের ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালক বাচ্চু মিয়া (৫০) নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের সামনে হাওরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া কেন্দুয়া পৌর শহরের দিগদাইর গ্রামের রাজধর আলীর ছেলে। তিনি ট্রাক্টর চালক হিসেবে মজুরি খাটতেন।

মেহেরপুর : গাংনীতে মায়ের কোলে থাকা রুমি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় রুমির ছোট বোন সুমি (২) গুরুতর আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল দুপুরে উপজেলার তেরাইল ভরাট বিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমি ভরাট গ্রামের ভ্যানচালক ফয়সালের মেয়ে। শিশুটির মা হাসিনা খাতুন জানান, দুই সন্তানকে কোলে নিয়ে স্যালো ইঞ্জিনচালিত আলগামনে চড়ে তার মাকে ডাক্তার দেখাতে গাংনী আসছিলেন তারা। এ সময় ওই এলাকায় পৌঁছালে  ট্রাক্টর ধাক্কা দিলে কোল থেকে ছিটকে পড়ে তার দুই শিশু। পরে স্থানীয়রা  মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন। সুমির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।            

কক্সবাজার : পৌর শহরের উত্তর বাহারছড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাজেদা আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাজেদা ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads