কুমিল্লার বুড়িচংয়ের ট্রাকে-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ যাত্রী।
আজ রোববার সোয়া ১১টায় বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি হরিনধরায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পীর যাত্রাপুর ভূঁইয়া বাড়ির নবীনেওয়াজ ভূঁইয়ার ছেলে প্রবাসী বিল্লাল হোসেন ভূঁইয়া (৩৫) এবং তার বোন লিপা আক্তার (৪০)। তারা বাড়ি থেকে ক্যান্টনমেন্ট যাচ্ছিলেন। এ ঘটনায় নিহত হয় লেগুনার চালক ও চালকের কিশোর সহকারী সাজিদ (১৫)। সে মুরাদনগর উপজেলার ছালীয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। চালক আমির হোসেন (১৮) বুড়িচং উপজেলার রামপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখি লবনবাহী একটি ট্রাকের সাথে মুরাদনগরের কোম্পানীগঞ্জের দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুছড়ে যায় এবং লেগুনার চালক হেলপারসহ চার যাত্রী মারা যান। বাকীদের অবস্থা আশংকাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়ীটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।