• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
মাংসের দাম ঠিক রাখতে গাবতলী হাট পরিদর্শন

মাংসের দাম ঠিক রাখতে গাবতলী হাট পরিদর্শন

প্রতীকী ছবি

পণ্যবাজার

মাংসের দাম ঠিক রাখতে গাবতলী হাট পরিদর্শন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মে ২০১৮

পবিত্র রমজান মাসে মাংসের দাম স্থিতিশীল রাখতে গাবতলী পশুর হাট পরিদর্শন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। আকস্মিক এ পরিদর্শনে ডিএনসিসির প্যানেলভুক্ত মেয়র মো. জামাল মোস্তফার নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। গতকাল সোমবার বেলা ১১টায় তারা রাজধানীর স্থায়ী এই পশুর হাটটি পরিদর্শন করেন।

আমিনুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত মাংসের মূল্য উত্তর সিটি করপোরেশনেও কার্যকর করা হয়েছে। এই দাম যাতে দুই সিটি করপোরেশনেই স্থিতিশীল থাকে সে জন্য আমরা নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। পাশাপাশি মাংস ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাবতলী হাটে অভিযান চালানো হয়েছে। অভিযোগ ছিল, সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে মাংস ব্যবসায়ীদের কাছ থেকে বেশি হাসিল আদায় করছে হাটটির ইজারাদার।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সর্বমোট ৩১৫ জন তালিকাভুক্ত মাংস ব্যবসায়ী রয়েছেন। অভিযানের সময় গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর রহমানের পক্ষে তার ছেলে রাকিব ও গরু ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইজারাদার ও গরু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাংস ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। বর্তমানে যেকোনো আকৃতির প্রতিটি মহিষ, গরু ও ভেড়া বা ছাগলের হাসিল যথাক্রমে ১৫০, ১০০ ও ৫০ টাকা। মাংস ব্যবসায়ী ছাড়া অন্যদের ক্ষেত্রে হাসিলের পরিমাণ পশুর বিক্রয়মূল্যের শতকরা সাড়ে তিন টাকা। গত ১৪ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি গরুর মাংস (দেশি) ৪৫০ ও গরুর মাংস (বিদেশি) ৪২০ টাকা, মহিষের মাংস ৪২০ টাকা, খাসির মাংস ৭২০ টাকা ও ভেড়া বা বকরি ৬০০ টাকা নির্ধারণ করা হয়, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষেত্রেও প্রযোজ্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads