প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি পার্বতীপুরের কয়লা খনির কর্মকর্তা-কর্মচারীদের ভূয়সী প্রসংশা করে বলেন, তাদের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) ফান্ডের টাকায় দুই কিলোমিটার রাস্তা এখন পাকা হচ্ছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার শাসনকালে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সারাদেশে বিদ্যুৎ পৌছে গেছে। শহর, গ্রাম, বন্দর সর্বত্র রাস্তা ঘাট পাকা হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ন হয়েছে দেশ। শিশু মৃত্যুহার, মাতৃ মৃত্যু হার কমেছে, বেড়েছে মানুষের গড় আয়ু। কিন্তু এতো উন্নতি, কিছু লোক এসব দেখতে পাচ্ছেন না। উন্নতির এ ধারাবাহিকতা ধরে রাখতে হলে এবারের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। পুনরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
পার্বতীপুরের কয়লা খনি বাজারের পশ্চিম গেট থেকে চৌহাটি গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পাকা করণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসি)’র কর্পোরেট সোশাল রেসপন্সিবিলিটি (সিএসআর) সামাজিক দায়বদ্ধতার ১ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।
খনির আবাসিক গেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসি)’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইনিং/সারফেস অপারেশন) সাইফুল ইসলাম সরকার, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও ক্ষতিগ্রস্ত ২০ গ্রাম সমন্বয় কমিটির আহবায়ক মিজানুর রহমান মিজান।