• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জে রহিমপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্র সামগ্রী বিতরণ করছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (৮ অক্টোবর) দুপুরে মুন্সীবাজারস্থ হরিস্মরণ গ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১২০ পরিবারের মধ্যে খাদ্র সামগ্রী বিতরণ করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা বিকাশ পালের সঞ্চালয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, মুন্সীবাজার ইউপি প্যানেল চেয়ারম্যান সফিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে চাল, মসুরী ডাল, লবণ, তেল, চিনিসহ ১০ প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অন্যদিকে রহিমপুর ইউনিয়নে ১০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, অফিসার ইনচার্জ আরিফুর রহমান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads