• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে পাইকগাছা পৌর ভবন

খুলনার পাইকগাছা পৌরসভার বর্তমান ভবন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে পাইকগাছা পৌর ভবন

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০১৯

অবশেষে প্রায় ৭ কোটি টাকা ব্যয় সম্বলিত পাইকগাছা পৌর ভবন নির্মানের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রাণালয়। আজ সোমবার সকালে সংশ্লিষ্ট মন্ত্রাণালয় থেকে অনুমোদন কপি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারী গদাইপুর ইউনিয়নের উপজেলা সদরসহ আংশিক এলাকা নিয়ে গঠিত হয় পাইকগাছা পৌরসভা।  পর্যায়ক্রমে পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নতি হলেও পৌরসভার নিজস্ব কোনো ভবন নির্মাণ হয়নি।  

উত্তরাধিকার সূত্রে তৎকালীন ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পৌর কর্তৃপক্ষ ভবন নির্মাণের জন্য জিরোপয়েন্ট সংলগ্ন শিববাটী মৌজায় ১.৩৬ একর জমি ক্রয় করে। পরবর্তীতে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ৬ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ১৩৯ টাকা ব্যয় সম্বলিত প্রাক্কলন সম্বলিত মেয়র সেলিম জাহাঙ্গীর স্বাক্ষরিত একটি আবেদন অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।  আবেদনটি গত ২৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান অনুমোদন দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads