• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
বনভোজনের খাবার খেয়ে অসুস্থ শতাধিক

ময়মনসিংহ ম্যাপ

সারা দেশ

বনভোজনের খাবার খেয়ে অসুস্থ শতাধিক

  • ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০১৯

বনভোজনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী এলাকার রোর ফ্যাশনের শতাধিক শ্রমিক। অসুস্থ দুই পুলিশ সদস্যসহ ২০ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গতকাল শনিবার সকালেই সোয়েটার ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও শিল্পপুলিশ।

ফ্যাক্টরি ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কারখানার  ভেতরেই ওই ফ্যাক্টরির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। দুপুরের খাবারের পর অনেক শ্রমিক বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়লে গত শুক্রবার রাত পর্যন্ত স্থানীয়ভাবে চিকিৎসা নেন। কিন্তু তাদের অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে দুই পুলিশ সদস্যসহ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক কুলসুম জানান, বৃহস্পতিবার বিকালে বনভোজনে মুরগির মাংস দিয়ে খাওয়ার পরই তাদের বাড়ির ছয়জনসহ প্রায় সবাই অসুস্থ হয়ে পরে। এ বিষয়ে জানতে চাইলে রোর সোয়েটার ফ্যাক্টরির পরিচালক শামীম আহমেদ বলেন, বৃহস্পতিবার বনভোজনের জন্য ঢাকা থেকে পাচক এনে পোলাও, মুরগি, গরু ও খাসির মাংস রান্না করা হয়। শুনেছি কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে, তাদের চিকিৎসার জন্য লোক পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থ্যা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, কী জন্য এ ঘটনা ঘটেছে, তা জানার জন্য উপজেলা স্বাস্থ্য পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান ধারণা করছেন— খাবারের সমস্যা থাকার ফলে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads