নেত্রকোনার কলমাকান্দায় ২৬ বছর পর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপির কার্যক্রম চলতি মাসের ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। আজ সোমবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে কলমাকান্দা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ওয়ার্ল্ড ভিশনকে 'ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ' করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা- ১ আসনের এমপি মানু মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ধন্যবাদ জ্ঞাপন সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক মিসেস এমপি ক্যামিলিয়া মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক, ডিরেক্টর প্রোগ্রাম/ অপারেশন ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ভিশন জাপান হিরোয়াকি ইমানিশি হিরো , উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, ভারপ্রাপ্ত রিজিওনাল ফিল্ড ডিরেক্টর ময়মনসিংহ অঞ্চল প্রকাশ চাম্বুগং, ওয়ার্ল্ড ভিশন নেত্রকোণা এপিসি,সেবাষ্ট্রিয়ান পিউরিফিকেশান, সহকারি কমিশনার (ভূমি) রুয়েল সি সাংমা, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, ওসি মো. মাজহারুল করিম, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন, শিশু ফোরামের সদস্য মনিরুল ইসলাম, সিবিও সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ’ উদযাপন কমিটি'র আহবায়ক ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ, প্রাক্তন সুবিধাভোগী ছাত্রী শিক্ষক মনা রাণী তালুকদার ও কলমাকান্দা এডিপি ম্যানেজার ইউজিন রড্রিকস প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমিতির সিবিওর নেতারা উপস্থিত ছিলেন।