খুলনার পাইকগাছায় করোনা প্রতিরোধে চলমান লকডাউনে দীর্ঘদিন বন্ধ রয়েছে নিত্য প্রয়োজনীয় পন্যসহ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফলে চরম বিপাকে রয়েছেন ব্যবসায়ীরা। এমন অনেক ব্যবসায়ী রয়েছেন যারা ভাড়া প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করে আসছেন। চলমান লকডাউনে ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিষ্ঠানের ভাড়া নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন ভাড়াটিয়া ব্যবসায়ীরা।
এ ধরনের ব্যবসায়ীদের দূর্ভোগের কথা চিন্তা করে মানবিক দিক বিবেচনা করে এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন এক ঘরমালিক গৃহবধু। ঘর মালিক গৃহবধু প্রাক্তন শিক্ষক সাহিদা বেগম উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের প্রাক্তন প্রধান শিক্ষক আলিম উদ্দিন মোড়লের স্ত্রী।
সাহিদা বেগমের আগড়ঘাটা বাজারে ১০ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন ব্যবসায়ীরা এসব প্রতিষ্ঠান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে। করোনার কারনে ব্যবসায়ীদের দূর্ভোগের কথা চিন্তা করে সাহিদা বেগম ১০টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মার্চ মাসের ভাড়া মওকুফ করে মহানুভবতার পরিচয় দিয়েছেন।
সাহিদা বেগমের ছোট ছেলে পাইকগাছা সরকারি কলেজের মার্কেটিং বিষয়ের প্রভাষক তারেক আহমেদ জানান, করোনার কারণে মানুষ সব ঘরবন্দি হয়ে যাচ্ছে, লকডাউনের কারণে দীর্ঘদিন ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ফলে চরম বিপাকে রয়েছে ব্যবসায়ীরা। এখন তারা নিজেরা খাবে নাকি আমাকে দোকান ভাড়া দিবে? এসব ভেবেই আমার মা তাদের জন্য মার্চ মাসের ভাড়া মাফ করে দিয়েছে।
সাহিদা বেগমের এমন প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।