• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
শৈলকুপায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, নতুন আক্রান্ত ১০

ফাইল ছবি

সারা দেশ

শৈলকুপায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, নতুন আক্রান্ত ১০

  • প্রকাশিত ২২ জুলাই ২০২০

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় উপজেলা কৃষি ব্যাংকের বিপুল কুমার(৫০) নামের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বিজয়পুর গ্রামে। তিনি শৈলকুপা কৃষি ব্যাংকে অফিসার পদে কর্মরত ছিলেন।

এদিকে এ উপজেলায় নতুন করে একদিনে সর্বোচ্চ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন।

তিনি জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে শৈলকুপা উপজেলার ২৩টি প্রাপ্ত নমুনা রিপোর্টে ১০ জনের পজেটিভ এসেছে। বাকি ১৩টি নমুনার রিপোর্ট নেগেটিভ। এ নিয়ে জেলায় ৬৮২ ও এ উপজেলায় ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে শৈলকুপা থানার পুলিশ সদস্য কামাল হোসেন (৩৪), উপজেলার ত্রিবেণী গ্রামের চুমকি মালাকার (৩৫), তার মেয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী জবা মালাকার (৮), ছেলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী সীমান্ত মালাকার (১৪) ও ভাগিনা দশম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ মালকারসহ (১৬) একই পরিবারের মোট ৪ জন। এছাড়া ওই গ্রামের ত্রিবেণী মাধ্যমিক স্কুলের শিক্ষক আইয়ুব হোসেন (৪৪), একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আতাহার আলী (৫৬), আমেনা বেগম (৫৭) ও উপজেলার গাড়াগঞ্জ ব্র্যাক ব্যাংকের কর্মী নার্গীস নাহার (৩০) সহ শৈলকুপা কৃষি ব্যাংকের অফিসার আবুল বাসার জনির (৩৬) করোনা শনাক্ত হয়েছেন। সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ও সবাই সুস্থ আছেন বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্যে, ঝিনাইদহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৬৮২ জন। মৃত্যু হয়েছে ১৩ জন। আর এ শৈলকুপা উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৮৮ জন, সুস্থ হয়েছেন ৩৭ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads