ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী কোয়েলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির বর্তমান ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পাকশী মেরিনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জিআর নং- ৩৫৯/১৫, ধারা- ৩০২/৩৭৯/৩৪ নম্বর মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ৫ অক্টোবর সকালে পাকশী রেলওয়ে কলেজের পেছনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলামের মরদেহ পাওয়া যায়। আগের দিন ৪ অক্টোবর সন্ধ্যা ৭টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং মোবাইলও বন্ধ পাওয়া যায়। রাতভর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পর দিন সকালে তার মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করা হয়। পরে তদন্তের পর কোয়েলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি শেখ নাসিরউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ মামলা এখনও আদালতে বিচারাধীন।