• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
সখীপুরে গলায় রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে গলায় রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০২০

টাঙ্গাইলের সখীপুরে গলায় রড ঢুকে ফারুক হোসেন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জোড়দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর শাপলা পাড়া গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ফারুক ও তার ভাই রুবেল জোড়দিঘী এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। বুধবার দুপুরে তার ভাই রুবেল নিচ থেকে রড় কাঁধে নিয়ে ৩য় তলায় উঠছিল। উঠার সময় অসাবধানতাবশত একটি রড় পড়ে যায়। পরে রড়টি নিচে দাঁড়িয়ে থাকা ফারুকের গলার ভেতর দিয়ে ঢুকে সে আহত হয়।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads