ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ডিবি পুলিশ পরিচয়ে তৈয়ব হোসেন নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। বুধবার ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছেন।
ব্যবসায়ী তৈয়ব হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার জাহের আহমেদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ভাটপাড়া রাস্তার মাথায় তৈয়ব ভ্যারাইটিজ স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
ব্যবসায়ী তৈয়ব হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের অগ্রণী ব্যাংক থেকে পাঁচ লাখ নয় হাজার ৮৫০ টাকা উত্তোলন করে নামতেই সিলভার কালারের একটি মাইক্রো থেকে ডিবি পুলিশের কোটি পরা চারজন লোক এসে তাকে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোতে তুলে নিয়ে যায়। এরপর হ্যান্ডকাফ খুলে গামছা দিয়ে তার হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকা, পকেটে থাকা নগদ সাত হাজার টাকা ও বিকাশ ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা তাকে কুমিল্লা দাউদকান্দির গৌরিপুর এলাকার একটি ডোবায় ফেলে দেয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
ছিনতাইকারীদের বর্ণনা দিতে গিয়ে তৈয়ব হোসেন বলেন, মাইক্রোর বাইরে ইংরেজিতে এম.আই অক্ষর দিয়ে কিছু একটা লেখা রয়েছে। ছিনতাইকারীদের হাতে ওয়ারলেস ও পিস্তলও ছিল। মাইক্রোতে চালকসহ পাঁচজন ছিলো। ছিনতাইকারীরা তাকে মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে স্বীকারোক্তি দিতে চাপ দিয়েছিল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাকিল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকার পুটিয়ায় একটি ডোবা থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় হাত-পা বাঁধা অবস্থায় তৈয়ব হোসেন নামের একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে তৈয়ব হোসেনের পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যায়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জানান, বুধবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ীর মৌখিক অভিযোগের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর ও সেকেন্ড অফিসার খাদেমুল বাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। এছাড়া ব্যাংকের সিসি ক্যামরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।