• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
টাঙ্গাইলের বাসাইলে নদী থেকে ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইলের বাসাইলে নদী থেকে ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২০

টাঙ্গাইলের বাসাইলে এক ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া গ্রামের বয়েল মিল এলাকায় ঝিনাই নদী থেকে বাসাইল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ভ্যান চালক মজিবর রহমান (৪০) ভালুকা উপজেলার দেদুয়ারী ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। সে কালিহাতী থানার এলেঙ্গা পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ভাড়া বাসায় থাকতো। নিহতের ছেলে স্পিনিং মিলের শ্রমিক নাছিরুদ্দিন শুক্রবার তার লাশ শনাক্ত করে।

থানা পুলিশ ও নিহতের ছেলে জানায়, গত রোববার কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসষ্ট্যান্ড সংলগ্ন নদীরপাড় এলাকায় ঘুড়ি উড়াতে গিয়ে মজিবর পুংলী নদীতে পড়ে যায়। স্থানীয়রা ডুবুরী এনে খোঁজ করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে এলেঙ্গাসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় মাইকিং করে দেয়া হয়। মাইকিংয়ের সুবাদে অজ্ঞাত লাশ পাওয়ার সংবাদ শুনে  শুক্রবার বাসাইলে এসে নিহতের লাশ শনাক্ত করা হয়।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, কালিহাতী উপজেলার এলেঙ্গাতে ঘুড়ি উড়াবার সময় নদীতে পড়ে নিখোঁজ হয়। বাসাইলের ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করার জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads