• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
দিনাজপুরে সবুজ পরিবেশ আন্দোলনের বৃক্ষরোপন অভিযান শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুরে সবুজ পরিবেশ আন্দোলনের বৃক্ষরোপন অভিযান শুরু

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই ২০২০

দিনাজপুরে সবুজ পরিবেশ আন্দোলন জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টায় দিনাজপুর শহরের কালিতলাস্থ শারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়।

সবুজ পরিবেশ আন্দোলন দিনাজপুর জেলা শাখার সভাপতি শামসুর রহমান পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, করোনা প্রতিরোধে আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফুজ্জামান মিতা, সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আলাল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খলিলুর আজাদ মিল্টন, আওয়ামী লীগ নেতা এ্যাডঃ সাইফুল ইসলাম, রবিউল ইসলাম রবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনানসহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিভিন্ন ধরনের ফলজ, ওষুধী গাছ বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে কাজু বাদামের চারা রোপন করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads