পিকআপ চালক কর্তৃক ধর্ষণের বিচার চাইতে গিয়ে গাজীপুরে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন পরিষদ সদস্য কলিম উদ্দিন কর্তৃক ফের ধর্ষণের শিকার হয়েছেন এক নারী পোশাক কারখানার শ্রমিক। গত ১৯ জুলাই শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ৭ দিন পরে ইউপি সদস্যসহ দুই জনের নামে আজ শনিবার দুপুরে মামলা করে ধর্ষণে শিকার নারী পোশাক শ্রমিক।
এ ঘটনায় পারভেজ নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার আসামিরা হলেন- ধামলই গ্রামের পারভেজ ও কাওরাইদ ইউনিয়নের ১ নং ওর্য়াড সদস্য কলিম উদ্দীন।
মামলা সূত্রে জানা যায়, স্থানীয় ধামলই গ্রামের পারভের নামে এক পিকআপ চালকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ওই নারী পোশাক শ্রমিক। পরে কৌশলে ১৮ জুলাই প্রেমিক পারভেজ নিজের বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণ করে তাকে। পরে সে ওই বাড়িতেই অবস্থান করেন। এ ঘটনার এক দিন পরে স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দীন উপযুক্ত বিচার করে দিবে বলে ধর্ষক পারভেজের বাড়ি থেকে কৌশলে সরিয়ে নেয় ওই নারীকে। এ সময় একটি বাইসাইকেলে করে তাকে বাড়িতে পৌছে দেওয়ার কথা বলে এক গজারি বনের ভিতরে নিয়ে ফের তাকে জোর করে ধর্ষণ করে ইউপি সদস্য । এ ঘটনা কাউ না বলতে ভয় দেখান ইউপি সদস্য কলিম উদ্দীন। সেই থেকে ওই নারী ও তার পরিবারের লোকজন ভয়ে ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) অঙ্কুর কুমার জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার ওই নারী। পরে এ ঘটনায় জড়িত পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। কাল আদালতে হাজির করা হবে। এ দিকে অপর আসামী ইউপি সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে।