• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
টাঙ্গাইলে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত, ১০ ঘণ্টা পর চালাচল স্বাভাবিক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইলে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত, ১০ ঘণ্টা পর চালাচল স্বাভাবিক

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২০

দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গা আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলওয়ে স্টেশনের কাছে শনিবার রাত সাড়ে ১১টার দিকে  ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হলে রেল চলাচল বন্ধ হয়ে যায় ।

পরে রোববার সকাল পৌনে ৯টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

জানা যায়, শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ১১টা ১০মিনিটে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পৌঁছে। পাঁচ মিনিট বিরতি দিয়ে ফের যাত্রা শুরু করে। স্টেশনের ১০০ গজ পশ্চিমে বঙ্গবন্ধু সেতুতে উঠার  আগে  চারটি বগি নিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায়  ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ। সেতুর পূর্ব পাড়ে আটকা পড়ে বেনাপোল, পঞ্চগড় ও লালমনি এক্সপ্রেস এবং পশ্চিমপাড়ে আটকা পড়ে নীলসাগর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি  ট্রেন। পরে খবর পেয়ে রাত ১ টা ১০ মিনিটে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঢাকা থেকে রওনা হয়। পরে ভোর পৌঁনে ৫ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতার কাজ শুরু করে। পরে সকাল পৌনে ৯টার দিকে রেললাইন দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। 

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার ঘণ্টার পর ঘণ্টা ট্রেনেই বসে থাকতে হয় ভুক্তভোগী যাত্রীদের। তবে অনেক যাত্রীকে বিকল্প পন্থায় বাসেও চলাচল করতে দেখা গেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মনির আহমেদ জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে  ১১টার দিকে স্টেশনের ১০০গজ পশ্চিমে মিটার গেজ থেকে ব্রড গেজে উঠার সময় ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে  প্রায় ১০ ঘন্টা রেলযোগাযোগ বন্ধ থাকার পর সকাল পৌনে ৯টার দিকে পুনরায়  ট্রেন চলাচল স্বাভাবিক  হয়। এর আগেও এখানে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। লাইনে ত্রুটি থাকার কারনে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলেও তিনি  জানান।    

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads