ময়মনসিংহের ফুলপুরে শরাফ উদ্দিন নামে এক হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় সুমি (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমি ওই গ্রামের শাহ জাহানের স্ত্রী। তার বাবার বাড়ি হালুয়াঘাটের মনিকুড়া গ্রামে।
জানা যায়, শুক্রবার সকালে সুমির প্রসব বেদনা শুরু হয়। পরে পাশের বাড়ির ধাত্রী সাহেরা খাতুন ডাক্তার ডাকতে বলেন। তখন নিহতের চাচী শ্বাশুড়ি আয়েশা খাতুন বড় পুটিয়া বাজারের হাতুড়ে ডাক্তার শরাফ উদ্দিনকে ডেকে আনেন। ওই বাজারে শরাফ উদ্দিনের ওষুধের দোকান রয়েছে। পরে ডাক্তার শরাফ উদ্দিন এসে একই সাথে ৫টি ইনজেকশান পুশ করেন। এরপর বাচ্চা প্রসব হলেও বিকাল সাড়ে ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমি। এ ঘটনায় এলাকায় ভুল চিকিৎসায় রোগী মারা গেছে বলে তোলপাড় চলছে।
নিহতের মামা শ্বশুড় সোবান মিয়া (৩০) বলেন, স্যালাইনের সাথে ইনজেকশন পুশ না করে রোগীর শরীরে সরাসরি ইনজেকশন পুশ করায় ও ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই আমার ভাগ্নে বউয়ের মৃত্যু হয়েছে। এ
বিষয়ে জানতে শুক্রবার রাত থেকে পল্লী ডাক্তার শরাফ উদ্দিনের মোবাইলে বার বার ফোন করতে থাকলে আজ শনিবার তার স্ত্রীর মোবাইলে কথা হয় ডা. শরাফ উদ্দিনের সাথে।
তিনি বলেন, নিহত সুমি আমার বড়ভাইয়ের শালা বউ। আমার বেয়াইন লাগে। আমি কি তারে মাইরালবাম? আপনেরার বিশ্বাস অয়? গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে তার ডেলিভারি অইছে। পরে রক্ত শূন্যতায় বিকাল সাড়ে ৩টার দিকে সে মারা গেছে। স্যালাইনের মাধ্যমে ইনজেকশন পুশ না করে সরাসরি শরীরে পুশ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি স্যালাইনের মাধ্যমে ইনজেকশন পুশ করেছি। তার লেখাপড়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ফাইভও পাস করি নাই তবে পুটিয়ার ডা. মহি উদ্দিনের সাথে ১৫/১৬ বছর কাজ করেছি। শত শত রোগী আমার হাত দিয়ে ডেলিভারি অইছে। কোন রোগীরই কোন সমস্যা অইছে না। এইডার শইল্যে আগে থেকেই রক্ত ছিল না। ঠিকমত খাওয়া দাওয়া না করার কারণে রক্ত শূন্যতায় রোগীডা মারা গেছে। এইডা তো আমার কিছু করার নাই।
আপনি তাকে হাসপাতালে পাঠালেন না কেন জানতে চাইলে তিনি বলেন, আমি কইছি হাসপাতালে নেওয়ার জন্যে কিন্তু তারা নিছে না। আমরা জেনেছি যে, আপনার ভুল চিকিৎসায় রোগীটা মারা গেছে। এ বিষয়ে তিনি বলেন, এইডা ঠিক না।
উল্লেখ্য, ভূমিষ্ঠ শিশুটি তার দাদীর তত্বাবধানে রয়েছে আর তার মাকে হালুয়াঘাটের মনিকুড়া গ্রামে বাবার বাড়িতে দাফন করা হয়েছে। এছাড়া ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর বিষয়টি মীমাংসার জন্যে রোগীর পরিবারের সদস্যদের সাথে ডাক্তারের গোপন বৈঠক চলছে বলে একটা সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ওসি ইমারত হোসেন গাজী বলেন, আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।