নোয়াখালীর সেনবাগ উপজেলার কোরবানীর পশুরহাটগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেছন স্থানীয় সচেতন মহল।
এদিকে কোরবানীর পশুর হাটে প্রচুর পরিমাণের গরু ও ছাগল উঠলেও ব্যাপারীরা অতিরিক্ত দাম হাকাচ্ছেন। তাই ক্রেতারাও দেখে শুনে দরদাম করে তাদের কোরবানীর পশু ক্রয় করছেন।
রোববার বিকেলে ছমিরমুন্সির হাট বাজার সংলগ্ন উদয় ব্রিকফিল্ডের মাঠে কোরবানীর পশুর হাটে কয়েক জনের সঙ্গে আলাপ করলে তারা জানান, এখনো আরো ৫ দিন সময় হাতে আছে। তাই ভালোভাবে দেখে পশু ক্রয় করবেন। এবার দেশীয় খামারিদের নিকট বহু গরু রয়েছে তাই এবার কোরবানীর পশুর সংকট হবে না বলে তাদের ধারনা। অন্যদিকে কোরবানির পশুর হাটে সামাজিক দূরত্ব বজায় না থাকা ও বাজারে আগত ক্রেতা ও বিক্রতারা মাস্ক না পরায় অনেকে করোনার সংক্রমনের ভয়ে দেশীয় খামারীদের নিকট থেকে পশু কিনছে।