• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
৯৯৯-এ ফোন: পদ্মায় গরু বোঝাই বিকল ট্রলার উদ্ধার

সংগৃহীত ছবি

সারা দেশ

৯৯৯-এ ফোন: পদ্মায় গরু বোঝাই বিকল ট্রলার উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ জুলাই ২০২০

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পদ্মা নদীতে বিকল হয়ে ভাসমান ট্রলার থেকে ২৫ গরু ব্যবসায়ী ও ৩৭টি গরু উদ্ধার করেছে মুন্সিগঞ্জের মাওয়া ফাঁড়ির নৌ পুলিশ।

হালিম নামে একজন রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি একজন গরু ব্যবসায়ী। তিনি ও আরও কয়েকজন গরু ব্যবসায়ী ৩৭টি গরু নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশে একটি ট্রলার যোগে রওনা দিয়েছিলেন। পথে মুন্সিগঞ্জের লৌহজং থানায় পদ্মা সেতুর কাছাকাছি মাঝ নদীতে তাদের ট্রলারের প্রপেলারের পাখা ভেঙে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢেউয়ের তোড়ে তাদের বিকল ট্রলারটি নদীতে ভাসছে। খবর ইউএনবির।

তিনি ৯৯৯-কে তাদের উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কলারের সাথে নৌ পুলিশ সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষ ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে কথা বলিয়ে দেয়া হয়। সংবাদ পেয়ে ফাঁড়ির একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে রওনা দেয়।

পরে নৌ পুলিশের উদ্ধারকারী দলের এটিএসআই মাহবুব ৯৯৯-কে ফোনে জানান তারা ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রলারটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। ট্রলারটিতে থাকা গরু ব্যবসায়ী ও গরুগুলোর কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ট্রলারটি পরে নতুন প্রপেলারের পাখা লাগিয়ে গাবতলীর উদ্দেশে রওনা দেয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads