• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
মহাসড়কে গ্যাস লাইনে লিকেজ, এক পাশে যানবাহন বন্ধে দুর্ভোগে ঈদে বাড়ি ফেরা মানুষ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মহাসড়কে গ্যাস লাইনে লিকেজ, এক পাশে যানবাহন বন্ধে দুর্ভোগে ঈদে বাড়ি ফেরা মানুষ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই ২০২০

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তিতাস গ্যাস লাইন লিকেজ হয়ে সড়কের পশ্চিম পাশের লেন বন্ধ হয়ে পড়েছে। ঈদের বাড়ি ফেরার মানুষ বেশ দুর্ভোগে পড়ে। আজ বুধবার মাওনা চৌরাস্তায় দুপুরে ফ্লাইওভারের দক্ষিণ মাথার কাছে এ ঘটনা ঘটে। মহাসড়কের নিচে থাকা গ্যস পাইপ থেকে গ্যাস বের হওয়ায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় লোকজন জানান, মহাসড়ক সম্প্রসারণের সময় এর পাশ ঘেঁষে বড় আকারের গ্যাস সঞ্চালন পাইপ স্থাপন করা হয়েছিল। তখন পাইপ স্থাপনের সময় স্থানীয় গ্যাস সঞ্চালনের একটি পাইপ ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি মেরামত করা হয়। কিন্তু বুধবার দুপুর থেকে ওই স্থান ও মহাসড়কের বিভিন্ন স্থান থেকে উচ্চ শব্দে অনবরত গ্যাস বের হতে শুরু করে।

তারা জানান, ঘটনাস্থলের আশপাশের ৪-৫টি পয়েন্ট ও মহাসড়কের সাথে উড়াল সড়কের সংযোগস্থলে গ্যাস বের হচ্ছে। এতে বিপদের আশঙ্কা থাকায় পুলিশ ও স্থানীয় উদ্যোগে সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিতাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তারা। 

সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই অংশে যান চলাচল বন্ধ ছিল। এ সময় ওই সড়কের যানবাহনগুলো বিকল্প পথে চলাচল করে।

মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন বলেন, নিরাপত্তার জন্য ওই অংশে যান চলাচল বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানের পর সড়ক খুলে দেওয়া হবে। আপাতত যানবাহনগুলো উড়াল সড়ক হয়ে চলাচল করছে।

তিতাস এসওডি (উত্তর) ব্যবস্থাপক ফিরোজ কবির বলেন, ভালুকা তিতাস অফিসের লোকজন ঘটনাস্থলে যাচ্ছেন। তারা যথাযথ ব্যবস্থা নেবে। দ্রুত মেরামতের পরে সড়কে যান চলাচলের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads