• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে একদিন আগেই ঈদ উদযাপন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে একদিন আগেই ঈদ উদযাপন

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ৩১ জুলাই ২০২০

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে । এলাকার মুসলিমরা দীর্ঘ ২০০ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এভাবে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পালন করে আসছেন।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশ উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা আরব দেশের সাথে মিল রেখে একদিন আগে রোজা শুরু করেন এবং একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় আদায় করে।

দরবার শরীফের অনুসারীরা বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রায় দুইশত বছর পূর্ব হতে ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ সকল মুসলিম ধর্মীয় রীতিনীতি পালন করে আসছে।

সৌদি আরবের সাথে মিল রেখে করোনা ভাইরাস পরিস্থিতির কারনে স্বাস্থ্যবিধি মেনে মসজিদের বাইরে কোন প্রকার ঈদ জামায়াত ছাড়া শুধুমাত্র মসজিদের ভিতরেই ৩১ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৮টায় চন্দনাইশের জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে এবং সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ মাঠে সকাল ৯টায় পৃথক পৃথক ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে ঈদ জামাতে ইমামতি করবেন দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা হযরত শাহ্ছুফি সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ্ (মা.জি.আ.)। সাতকানিয়া দরবার শরীফে ঈদ জামাতে ইমামতি করবেন পীরজাদা মওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান।

এছাড়া দরবার শরীফ পরিচালিত শাহ্সুফি মমতাজিয়া ইমাম কল্যাণ সোসাইটি’র উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্হানে আরও অর্ধ শতাধিক গ্রামে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads