টাঙ্গাইলের ধনবাড়ীতে দুর্বৃত্তের হাতে খুন হওয়া অওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক আমিনুল ইসলাম নিক্সনের বাড়ী পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নিহত নিক্সনের প্রতিষ্ঠিত আজগড়ায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই জানাজা নামাজে মানুষের ঢল নেমে আসে এবং এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
নিক্সনের ভাতিজা সজীব আহমেদ জয়সহ স্থানাীয়রা জানান, বেলা ১১ টায় জানাজা হওয়ার কথা থাকলেও জানাজা নামাজের পূর্বে সোয়া ১১ টার দিকে স্থানীয় এমপি ছোট মনির উপস্থিত হওয়ার পর এ নৃশংস খুনের প্রতিবাদে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপস্থিত ছিলেন গোপালপুর- ভূঁঞাপুর (টাঙ্গাইল-২) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা কর্মী, নিহতের ধনবাড়ী- গোপালপুরের অসংখ্য শুভানুধ্যায়ী ও এলাকার অসংখ্য সাধারণ মানুষ।
নিহত নিক্সনের মরদেহ ময়না তদন্তের পর বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, ঈদের আগের রাত শুক্রবার (৩১ জুলাই) গ্রামের বাড়ি গোপালপুরের আজগড়া থেকে ধনবাড়ীর বাসায় ফেরার পথে কলেজ শিক্ষক আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম নিক্সন আজগড়া খালের ব্রিজের অদূরে ধনবাড়ী সীমানায় দূর্বৃত্তদের আাক্রমণের শিকার হন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া নিক্সনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান নিক্সন।
নিহত আমিনুল ইসলাম নিক্সন গোপালপুরের হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদার ওরফে তারা মিয়ার ছেলে। টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নিহত আমিনুল ইসলাম নিক্সন গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক । ধনবাড়ীর রান ডেভেলপমেন্ট উন্নয়ন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। নিহত আমিনুল ইসলাম সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বাস করতেন।