• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

সারা দেশ

বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০২০

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রুমেন হাওলাদার (৩০) ও ইসাত তালুকদার (২৬) নামে নিহত হয়েছে দুই জন। কেশবপুর বাজার এলাকায় রোববার সন্ধ্যা ৭ টার দিকে ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল কেশবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহম্মেদ পিকু ও সাধারণ সম্পাদক কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন লাভলু গ্রুপের মধ্যে। এ নিয়ে গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে কেশবপুর কলেজ এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় আহত হন কেশবপুর ইউপির দুই নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম, বশির আহম্মেদ ও ইব্রাহিমসহ অন্তত ৯ জন। ভাঙচুর করা হয় একাধিক মোটরসাইকেলসহ কলেজ ক্যাম্পাসে। গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিমে পাঠানো হয় রফিকুল ইসলামকে। এরই জেরে বিকালে চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু গ্রুপের সঙ্গে সদ্য যোগ দেওয়া স্থানীয় ব্যাপরী গ্রুপ নামে অপর একটি গ্রুপের লোকজনসহ কেশবপুর এলাকায় একটি প্রাইভেটকার ও প্রায় অর্ধ্বশত মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় মহিউদ্দিন লাভলু গ্রুপের লোকজন এবং সন্ধ্যায় কেশবপুর বাজার এলাকায় হামলা চালায় সালাউদ্দিন আহম্মেদ পিকু গ্রুপের লোকজনের ওপর। এ সময় হামলায় ঘটনাস্থলে নিহত হন অধ্যক্ষ সালাউদ্দিন আহম্মেদ পিকুর ছোট ভাই ওই ইউপির সাবেক চেয়ারম্যান জালাল হাওলাদারের ছেলে রুমেন হাওলাদার (৩০) ও একই এলাকার সাবেক মেম্বর মনেম তালুকদারের ছেলে ইসাত তালুকদার (২৬) নামে দুই জন। আহত হয়েছেন অন্তত ৬জন।

এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়।

এ ব্যাপারে বাউফল থানার ওসিকে মোবাইলফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে থানার পুলিশ সূত্রে জানাগেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের লোকজন অবস্থান করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads