• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

সারা দেশ

বড়লেখায় দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক কমিটি গঠন 

  • বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) বড়লেখা উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। 

সমিতির সভাপতি হাজী মীর মখলিছুর রহমানের সভাপতিত্বে ও প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শ্রী চম্পক দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক শ্যামা কান্ত দাস, অর্থ সম্পাদক শ্রী সন্জু দাস, সিনিয়র দলিল লেখক বাবু শ্রী সন্দীপ দাস, মানিক লাল মোহন্ত, গিতেন্দ্র নাথ দাস, মো. জামাল উদ্দিন, সফিকুল হক সমছ, কামরুল ইসলাম, তাজ উদ্দিন প্রমুখ।

এসময় দলিল লেখক সমিতির সদস্যদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে মীর মখলিছুর রহমানকে সভাপতি এবং বাবু শ্যামা কান্ত দাসকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি বাবু সন্ধিপ দাস, সহ-সভাপতি মানিকলাল মোহন্ত, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মান্না দে, সহ সম্পাদক এম. জুবের আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল হক সমছ, সহ সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, অর্থ সম্পাদক বাবু সঞ্জু দাস, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক চম্পক দাস, কার্যকারী কমিটির সদস্য কামরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে দলিল লেখক সমিতির উপদেষ্টা মণ্ডলির ৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযাদ্ধা বাবু গীতেন্দ্র নাথ দাস,উপদেষ্ট মোকলেছুর রহমান, হাজী জামাল উদ্দিন।

সভার শুরুতে দলিল লেখক সমিতির প্রয়াত দলিল লেখকদের আত্নার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করাহয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads