পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা কিন্ডারগার্টেন সোসাইটির আওতায় ১১টি কিন্ডারগার্টেন স্কুলের ২৪২ জন (কেজি হতে ৪র্থ শ্রেণি) এবং সোভা এনজিও পরিচালিত ‘সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ এর ১০টি স্কুলের ৬৫ জন (কেজি হতে ৪র্থ শ্রেণি) বাছাইকৃত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কিন্ডার গার্টেনের ১১ টি স্কুল ও সোভা আদর্শ শিক্ষা নিকেতনের ১০টি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভেন্যু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ২৪ ডিসেম্বর গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শেষ হয়। সোভা আদর্শ শিক্ষা নিকেতনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ‘সোভা’ এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ। কেন্দ্র সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন, ‘সোভা’র প্রকল্প সমন্বয়কারী মহেশ চন্দ্র রায়। অপরদিকে কিন্ডার গর্টেনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন নিতীশ চন্দ্র বর্মন।