ভোলার নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে ৩৪ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্যবিভাগের ২ দল মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালত ১৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১৬ জনকে ২০দিনের কারাদণ্ড দেয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, ইলিশসহ মাছের অভয়াশ্রম গড়ার লক্ষ্যে মৎস্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসাবে পৃথক দুটি টিম মেঘনায় ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় মেঘনার কাঠির মাথা, ইলিশা ও তুলাতলী থেকে ২৯ জন এবং চরফ্যাশনের তেঁতুলিয়া থেকে ৫ জন আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ তাদের মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা করে জরিবানা ও ১৬ জনকে ২০দিনের কারাদণ্ড দেন। এছাড়া জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করার পাশাপাশি গরীব অসহায়দের মাঝে মাছ বিলিয়ে দেয়া হয়।
এর আগে পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভায়াশ্রমে দুই মাস ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।