• শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪২৮
আওয়ামী লীগের এতো ভয় কেন: সাবেক সাংসদ কালাম

বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী

ছবি: রাব্বি ইসলাম

সারা দেশ

আওয়ামী লীগের এতো ভয় কেন: সাবেক সাংসদ কালাম

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ মার্চ ২০২২

বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জিনিসপত্রের দাম যে হারে বাড়তে শুরু হয়েছে তাতে লক্ষণ ভালো ঠেকছে না। দেশ স্বাধীন হওয়ার পর এ ধরণের অবস্থা সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগের মানুষ ক্ষমতায় থাকার কারণে তারা জনগণের অবস্থা দেখেও না, বুঝেও না।

আজ শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, আওয়ামী লীগের এতো ভয় কেন? তিন দিনের মধ্যে নিরপেক্ষ সরকার ব্যবস্থা করে নির্বাচন দেন। জনগণ আপনাকে চাইলে আমরা স্বাগত জানাবো, আর জনগণ বেগম খালেদা জিয়াকে চাইলে আপনি স্বাগত জানাতে চান না কেন?

বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল ও খন্দকার সালাউদ্দিন আরিফ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাবেক যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন, সদস্য সচিব ডিএ মতিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজিজ রেজা, যুগ্ম-আহ্বায়ক এস.এম. মহসীন, মান্নান মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লাভলু সিদ্দিকী প্রমুখ। এসময় বক্তারা খালেদা জিয়ার মুক্তি দাবিসহ চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অনতিবিলম্বে সরকারকে কমানোর আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

এর আগে সাবেক সংসদ সদস্য’র বাসভবন থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেলক্রসিং ও বাইপাস এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads