• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

সারা দেশ

নরসিংদীতে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও জাটকা মাছ জব্দ

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২২

নরসিংদীতে বিষাক্ত জেলিযুক্ত ২৫ কেজি চিংড়ি এবং ২০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী শহরের বাজার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাছ গুলো জব্দ করেন নরসিংদী সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড় বাজার, শিক্ষা চত্বর বাজার ও বটতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বড় বাজারে অভিযানের খবর পেয়ে অসাধু মাছ ব্যবসায়ীরা মাছ রেখেই পালিয়ে যায়। এসময় লুকানো অবস্থায় বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও জাটকা ইলিশ মাছ পাওয়া যায় । পরে তা জব্দ করা হয়। এরপর শিক্ষা চত্বর বাজার এবং বটতলা বাজারেও অভিযানের খবর পেয়ে অসাধু মাছ ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে দুই বাজার থেকে জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে বিষাক্ত জেলিযুক্ত ২৫ কেজি চিংড়ি এবং ২০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। 

তিনি আরো জানান, জেলিযুক্ত চিংড়ি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো খেলে মানুষের লিভার, কিডনি নষ্ট ও ক্যান্সার ও হতে পারে। তাই জব্দকৃত মাছগুলো উপজেলা পরিষদের পুকুরপাড়ে মাটির গর্তে কেরাসিন তৈল দিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করার পর মাটি চাপা দিয়ে রেখে দেওয়া হয়। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা দিপালী রাণী দে, ক্ষেত্র সহকারী প্রদীপ কুমার দাসসহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads