গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে আলু চাষী না থাকলেও বিএডিসি’র ডিলারকে প্রায় ১০ টন আলু বীজ দেওয়া হয়েছে। আর ওই বীজ কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার টরকী বন্দরের।
টরকী বন্দরের সততা বানিজ্যালয়ের পাইকারী আলু বিক্রেতা লিলন হোসেন জানান, বিএডিসি’র ডিলার দিদার হাওলাদারের কাছ থেকে বীজ আলু ক্রয় করেছি। যা পাইকারী ও খুচরা হিসেবে ক্রেতাদের কাছে বিক্রি করে দিয়েছি। কালোবাজারে আলু বীজ বিক্রির অভিযোগ অস্বীকার করে বীজ ডিলার ও টরকী বন্দরের ব্যবসায়ী দিদার হাওলাদার জানান, লাইসেন্স রক্ষায় বীজ আলু আনতে হয়েছে।
এবিষয়ে গৌরনদী কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বলেন, এ উপজেলায় মাত্র ৫ হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে। বীজ আলু খাবার আলু হিসেবে বিক্রির কোন সুযোগ নেই। বিএডিসি থেকে বীজ উত্তোলনের পর কৃষি অফিসে তথ্য প্রদানের নিয়ম রয়েছে। কিন্তু ওই ডিলার কি পরিমাণ বীজ এনেছেন তার তথ্য এখন পর্যন্ত দেয়নি। ঘটনার সত্যতা পাওয়া গেলে ডিলারের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে। এবিষয়ে জানতে ’বিএডিসি’র বরিশালের উপ-পরিচালক রমিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।