চট্টগ্রাম প্রতিনিধি :
স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি ইয়াছিন মাহমুদ প্রকাশ বেলাল (৩৫),নামে একজনকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মবেশে লুকিয়ে থাকা বেলালকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-২, ঢাকা এর যৌথ আভিযানিক দল সোমবার (২৯ জানুয়ারি) গ্রেফতার করে ।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা জানায়, ভিকটিম সুমী আকতার এবং ইয়াছিন মাহমুদ বেলাল স্বামী-স্ত্রী এবং তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত স্বামী ইয়াছিন মাহমুদ বেলাল ব্যবসার জন্য শ্বশুর বাড়ি থেকে ১ লক্ষ টাকা দাবি করলে মেয়ের সুখের কথা বিবেচনা করে তাকে সেই টাকা প্রদান করে। কিন্তু পরবর্তীতে বেলাল তার স্ত্রীর নিকট আরোও দুই লক্ষ টাকা দাবি করলে ভিকটিম সুমি অপারগতা প্রকাশ করলে বেলাল ক্ষিপ্ত হয়ে ৬ মাসের অন্তঃসত্তা স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট করার একপর্যায়ে তলপেটে লাথি দিলে সুমী আক্তার ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
এই নৃশংস হত্যার ঘটনায় নিহত সুমী আক্তারের পিতা আনোয়ার হোসেন বাদি হয়ে নোয়াখালী জেলার হাতিয়া থানায় ৫ জন কে আসামি করে একটি হত্যা মামলার দায়ের করেন। পরবর্তীতে সেই মামলার ভিত্তিতে অভিযানে নামে র্যাব। গ্রেফতার হওয়া ইয়াছিন মাহমুদ প্রকাশ বেলালের পিতা আবুল বাশার প্রকাশ আবুল কালাম, নোয়াখালী জেলার হাতিয়া থানার আলী বাজার বয়রাচর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।