নিজস্ব প্রতিনিধি:
নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে জরুরি অবতরণের কারণে বিমানের সামান্য ক্ষতির শঙ্কা রয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানক্ষেতে বিমানটি অবতরণ করে।
এর আগে দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পিটি ৬-২৭২০ মডেলের বিমানটি।
নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানে স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাদের অক্ষত অবস্থায় হেলিকপ্টার যোগে যশোর বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কারো কোনো ধরনের ক্ষতি হয়নি। বিমানের কী ধরণের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ ও বিমান বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।