পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী পৌরসভাধীন পুরাতন হাসাপাতাল রোড এর মুক্তিক্লিনিক মোরে ট্রাকের চাপায় এক অটোরিক্সাচালক নিহত হয়েছেন। বুধবার বিকাল আনুমানিক ৪ (চার) টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃরাজ্জাক মৃধা (৩০)। তিনি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালির মৃতঃমালেক মৃধা ও মোসাঃ রাজবানুর ছেলে। সে পেশায় একজন অটোরিক্সাচালক ছিলেন।
এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। প্রথম জন হলো ট্রাকচালক মোঃজাহিদ হোসেন (২৪)। সে জেলার গলাচিপা উপজেলার রামানন্দ এর মোঃআলেফ খানের ছেলে। আর দ্বিতীয় জন হলো গাড়ির হেল্পার মোঃ মারুফ(১৯)। সে জেলার গলাচিপা উপজেলার ৫ নং ওয়ার্ড বাশবুনিয়ার মোঃসিরাজ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় বুধবার (০৩ এপ্রিল) বিকাল ৪ টায় রাজ্জাক মৃধা(৩০) ব্যায়ামাগার মোর হতে নতুন বাজারের উদ্দ্যশ্যে খালি রিক্সা নিয়ে রওনা করে আসার সময় শহরের মুক্তি ক্লিনিক মোড় এলাকায় স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে পৌছামাত্র নতুনবাজার হতে বেপরোয়া ভাবে চালিয়ে আসা ট্রাকটি ( বগুড়া ট ১১-০৩৯২ ) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে অটোরিকশার সামনে দিকে আঘাত করলে অটোরিকশা চালক ছিটকে চাকার নিচে পরে, চাকা কোমরের উপর দিয়ে উঠে গেলে গুরুতর হাড়ভাঙা ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে বলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম জানান- আজ বিকেলে পৌর শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা অবস্থায় আমার মুঠোফোনে একটি দূর্ঘটনার সংবাদ আসে একটি ট্রাক এক রিক্সা ড্রাইভারকে চাপা দিয়ে দ্রুত শহর ত্যাগ করছে।
আমরা ও দ্রুত পিছু নেই এবং ট্রাক রেখে পলায়নের সময় স্থানীয় লোকজন তাদের কে আটক করে পুলিশে সোপর্দ করে। এমতাবস্থায় তাতক্ষনিক আমরা ট্রাক ড্রাইভারকে ও হেলপারকে আটক করি। উল্লেখ্য আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে নিহত অটোরিক্সা ড্রাইভার রাজ্জাক মৃধার স্ত্রী হনুফা বেগম(২৫) বাদী হয়ে থানায় মামলা করেছেন।