সেই ৯ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ভিন্ন কন্ডিশনেও ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে এবার ঘরের মাঠের সিরিজেও একই ব্যবধানে জয়ের হাতছানি স্বাগতিকদের। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন, এবারো একই ফল পাওয়া সম্ভব। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের দলনায়ক ক্রেইগ ব্রাফেট দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা আনতে বদ্ধপরিকর এবং তিনি সেটার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। দুই অধিনায়কের জয়ের এমন দৃঢ় মনোভাব যেখানে, সেখানে লড়াই যে হবে হাড্ডাহাড্ডি, তা সহজেই বোঝা যাচ্ছে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের এই শেষ টেস্ট মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়।
মিরপুর টেস্টের আগে টাইগাররা গতকাল শেষ অনুশীলনে কঠোর পরিশ্রম করে। প্রথম টেস্টে ৬৪ রানে জয় পাওয়া বাংলাদেশের খেলোয়াড়দের শরীরী ভাষা জানান দিয়েছে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে কতটা মুখিয়ে তারা। সাকিব বলেন, ‘২-০ ব্যবধানে জিততে পারলে বাংলাদেশের জন্য স্পেশাল হবে। আমরা চাই ২-০ ব্যবধানে জিততে। তবে কোনোভাবে ঢাকায় জিততে না পারলেও ১-০ ব্যবধান যেন ঠিক থাকে।’
২০০৯ সালে ক্যারিবিয়ান দ্বীপে অসাধ্য সাধন করেছিল বাংলাদেশ। সেবার স্বাগতিকদের ২-০ ব্যবধানে গুঁড়িয়ে সিরিজ জিতেছিল টাইগাররা। যদিও পরের চারটি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। সেই সিরিজ হারের বদলা নিতে চায় এবার বাংলাদেশ।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলপতি ক্রেইগ ব্রাফেট বলেন, ‘জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ছেলেরা সব সময়ই ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের মাঠের পরিকল্পনায় অটল থাকতে হবে এবং লড়তে হবে। আমরা কোনো চাপে নেই। আমরা জানি আমাদের কী করতে হবে। এটা ঠিক আমরা ১-০তে পিছিয়ে আছি। অতএব আমরা সিরিজে সমতা আনতেই খেলব।’