পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নাম ঘোষণা করেন। জাতীয় দলে এবারই প্রথম ডাক পেলেন আকবর আলী। তার নেতৃত্বে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।
এছাড়া প্রথমবারের মতে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি ও শহিদুল ইসলাম।
অন্যদিকে, ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাইফউদ্দিন। আর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে রাখা হয়েছে বিশ্রামে। দল থেকে বাদ দেওয়া হয়েছে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারকে।
বাংলাদেশ দল: মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী।