• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

ফাইল ছবি

নির্বাচন

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম, বিএনপির হাসান উদ্দিন সরকারসহ নয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। এ ছাড়া কাউন্সিলর পদে ২৮৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনে ৪২০ কেন্দ্রে ১১ লাখ ৩৮ হাজার ২০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৫ মে গাজীপুর সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই দিন খুলনা সিটি করপোরেশনেও ভোট গ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে আওযামী লীগের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান মুশফিক, সিপিবির মিজানুর রহমান বাবু ও ইসলামী আন্দোলনের মো. মুজাম্মিল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, ৩১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৮১ ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪৪ জন ভোটযুদ্ধে নেমেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র ও কাউন্সিলররা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড ও ভোটারদের সমর্থন পেতে দোয়া কামনা এবং মতবিনিময় শুরু করেছেন।

এদিকে, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের কঠোর নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। আচরণবিধি সুষ্ঠুভাবে প্রতিপালনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads