• শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪২৮
নির্বাচনের আগে ২ হাজার জনবল নিয়োগ দেবে ইসি

নির্বাচন কমিশন ভবন

সংগৃহীত ছবি

নির্বাচন

নির্বাচনের আগে ২ হাজার জনবল নিয়োগ দেবে ইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় ২ হাজার জনবল নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি জানান, কমিশনে নতুন ২ হাজার জনবলের মধ্যে ৫১৭ জনকে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হবে।

মাহবুব তালুকদার বলেন, নতুন নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলে কমিশনের সক্ষমতা আরও বেড়ে যাবে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

তিনি বলেন,  গতকাল বুধবার ইসির বিদ্যমান জনবল থেকে ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। তবে যুগ্ম সচিব কাউকে পদোন্নতি দেওয়া হয়নি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ১০টি পদের বিপরীতে ৯ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এরা চতুর্থ গ্রেডভুক্ত হবেন। উপসচিব পদে ২৯ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এরা পঞ্চম গ্রেডভুক্ত হবেন। এ ছাড়া সিনিয়র সহকারী সচিব ৩৭ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এরা ষষ্ঠ গ্রেডের আওতায় পড়বেন।

কমিশনের বর্তমান জনবল ৩ হাজার বলে ইসি সূত্র জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads