• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন আজ

সংগৃহীত ছবি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন আজ

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন আজ শনিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এই সমাবর্তন। এবারের সমাবর্তনে ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই সংখ্যা সর্বাধিক। এবারের সমাবর্তন বক্তা জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।

সমাবর্তনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি ও ২৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রদত্ত তথ্য মতে, বিগত যেকোনো সমাবর্তনের তুলনায় এ বছর রেকর্ডসংখ্যক গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন। পাশাপাশি সর্বাধিক সংখ্যক পদক ও ডিগ্রি গ্রহণের অপেক্ষায় রয়েছেন গ্র্যাজুয়েটরা। সর্বশেষ ৫০তম সমাবর্তনে ১৭ হাজার ৮৭৫ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা করা হয়। সে তুলনায় এ বছর গ্র্যাজুয়েট বেড়েছে ৩ হাজার ২৩৬ জন। ৫০তম সমাবর্তনের তুলনায় এ বছর বেড়েছে পদকপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা। গত সমাবর্তনে ৯৪টি স্বর্ণপদক প্রদান করা হলেও এবার স্বর্ণপদক পাচ্ছেন ৯৬ শিক্ষার্থী। বেড়েছে পিএইচডি ও এমফিল ডিগ্রিও। গত সমাবর্তনে ৬১ জনকে পিএইচডি এবং ৪৩টি এমফিল ডিগ্রি প্রদান করা হলেও এবার ৮১ জনকে পিএইচডি ও ২৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। এ বছর মোট তিনটি ভেন্যুতে সমাবর্তন অনুষ্ঠিত হবে। এগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (মূল ভেন্যু), ইডেন মহিলা কলেজ এবং ঢাকা কলেজ। আগের কাঠামোর মতোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অন্য ১০৪টি (রাজধানীর সাত কলেজ বাদে) অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ভেন্যুতে থাকবেন। এ ছাড়া অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা পৃথক দুটি ভেন্যু থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সমাবর্তনে শামিল হবেন। ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রীরা ইডেন কলেজ ভেন্যুতে থাকবেন। বাকি পাঁচটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ ভেন্যু থেকে এতে অংশ নেবেন। এই দুই ভেন্যুতে দুই হাজার করে মোট চার হাজার শিক্ষার্থী অংশ নেবেন। এবার প্রথমবারের মতো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পৃথক দুটি ভেন্যু থেকে সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads