অপরিকল্পিতভাবে ডিগ্রি প্রদান প্রসঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বর্তমানে অপরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করা হচ্ছে এতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পাশাপাশি স্বাভাবিক পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হচ্ছে কি না তা ভাবতে হবে।আমি মনে করি জাতির স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা ভেবে দেখবেন।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাঙালি জাতিসত্তার বিকাশ, ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অতুলনীয় এবং অনন্য উল্লেখ করে তিনি বলেন, 'স্বাধীনতার পর দেশ গড়ার দায়িত্ব অনেকাংশেই বিশ্ববিদ্যালয়ের ওপর অর্পিত হয়। আর তাই জাতির আকাঙ্ক্ষা পূরণে ঢাকা বিশ্ববিদ্যালিয় সব সময় কাণ্ডারির ভূমিকা পালন করেছে।'
তিনি আরো বলেন, ' নানা প্রতিকূলতার মাঝেও নানা চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাবি অনেকাংশে সফল। ঢাবির গ্রাজুয়েটরা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও রেখে চলেছে অনন্য অবদান।'
রাষ্ট্রপতি বলেন, 'মনে রাখতে হবে জাতির অর্থে পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। তাই তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।'
গ্রাজুয়েটদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, 'নিছক চাকরির জন্য উচ্চশিক্ষা নয়। উচ্চ শিক্ষার মূল লক্ষ্য নিজে শিক্ষিত হওয়া এবং অন্যকে শিক্ষিত করা। মানবিক ও উদার হওয়া। জীবনকে প্রকৃতপক্ষে উপলব্ধি করা এবং মানবসত্তাকে দিয়ে পৃথিবীকে আলোকিত করা।'