দুর্ঘটনার জের ধরে প্রায় নয় মাস আগে স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষা বন্ধ করেছিল উবার। তবে এ সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের পিটসবার্গের রাস্তায় আবারো দেখা যাবে প্রতিষ্ঠানটির চালকবিহীন গাড়ি। পরীক্ষামূলক এ ধরনের গাড়ি আবারো রাস্তায় নামানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কয়েকদিন আগেই পেনসিলভানিয়ায় পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামানোর অনুমতি পেয়েছে উবার।
এর আগে উবারের স্বয়ংক্রিয় গাড়ি উচ্চগতিতে, জনবহুল এলাকায় চালানো হয়েছিল। এমনকি সেগুলো রাতেও রাস্তায় ছিল। তবে এবার রাতের বেলা চালকবিহীন গাড়ি বন্ধ রাখবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এ ছাড়া গাড়ির গতিও সীমিত রাখা হবে ঘণ্টায় ২৫ মাইলের মধ্যে।
চালকবিহীন হলেও সামনের দুই সিটে দুজন কর্মী থাকবে বলে উবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া স্বয়ংক্রিয় ব্রেক সিস্টেমও চালু থাকবে পুরো সময় ধরেই।
এর আগে সংবাদমাধ্যম রয়টার্স জানায়, পিটসবার্গে উবারের দুই কার্যালয়ের মধ্যে চলবে এ গাড়ি। এখান থেকেই ২০১৬ সালে চালকবিহীন গাড়ির পরীক্ষা শুরু করেছিল উবার।
এ বছরের মার্চে উবারের চালকবিহীন গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়। এরপর অ্যারিজোনা কর্তৃপক্ষ উবারের চালকবিহীন গাড়ি রাস্তায় নামানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। চালকবিহীন কোনো গাড়ির দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা এটিই ছিল প্রথম।