সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস এবং রাষ্ট্রপতির স্বাক্ষরে আইনটি কার্যকর হওয়ার প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন করবে সম্পাদক পরিষদ।
আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। গত শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের সংবাদ সম্মেলনে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সম্পাদক পরিষদকে তিন মন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখা হয়নি এমনটি জানিয়ে শ্যামল দত্ত সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা মনে করি এটি সেই প্রতিশ্রুতির বরখেলাপ। তাই আমরা আমাদের স্থগিত কর্মসূচি আবারো ঘোষণা করলাম। এটি শুধু সম্পাদক পরিষদেরই কর্মসূচি বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। শনিবারের ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এতে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আজাদী সম্পাদক এম এ মালেক, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের যুগ্ম সম্পাদক শামসুল হক জাহিদ প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দেয় সম্পাদক পরিষদ। কিন্তু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুরোধে এবং সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের অংশীজনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওই কর্মসূচি তখন স্থগিত করা হয়েছিল।