• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
মিয়ানমার প্রতিনিধিদল ঢাকায় আসছে ২৮ অক্টোবর

মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা

সংরক্ষিত ছবি

জাতীয়

মিয়ানমার প্রতিনিধিদল ঢাকায় আসছে ২৮ অক্টোবর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুনরায় আলোচনার লক্ষ্যে ঢাকা আসছে মিয়ানমারের প্রতিনিধিদল। আগামী ২৮-৩০ অক্টোবর প্রতিনিধিদলটি বাংলাদেশে আসবে। তারা রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে দেশটির প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন। তারা ঢাকায় বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এর আগে গত মে মাসে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছিল মিয়ানমারের প্রতিনিধিদল। সেই প্রতিনিধিদলেরও নেতৃত্ব দেন মিন্ট থোয়ে। এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল গত ৯ আগস্ট মিয়ানমার সফর করে। ওই প্রতিনিধিদলে পররাষ্ট্র সচিব এম শহীদুল ইসলামও ছিলেন।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতিও পর্যবেক্ষণ করে প্রতিনিধিদল। এ ছাড়া সে সময় নেইপিডোয় এক বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনাও করেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads