• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
সারা দেশে সতর্কাবস্থায় পুলিশ

সতর্কাবস্থায় পুলিশ

সংরক্ষিত ছবি

জাতীয়

সারা দেশে সতর্কাবস্থায় পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

চাঞ্চল্যকর ২১ আগস্ট  গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে রাজধানীসহ সারা দেশে সতর্কাবস্থা জারি করা হয়েছে। মামলার অভিযোগপত্রে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম থাকায় এবং তার সাজা হলে দলীয় নেতাকর্মীরা নাশকতায় লিপ্ত হতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কার পরিপ্রেক্ষিতে এ সতর্কাবস্থা জারি করা হয়।  হতে পারে চোরাগুপ্তা হামলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কপথ, রেলপথ, নৌপথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র্যাব সদর দফতর থেকে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশনা।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় জেলা পুলিশের পাশাপাশি নৌপুলিশ, পিবিআই, সিআইডিসহ পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারিও সঠিকভাবে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ রায় ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকির আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, এ নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। কারণ এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এটা হচ্ছে একটা বড় ধরনের অপরাধ। গতকাল মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

২১ আগস্ট হামলাকে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় আখ্যায়িত করে আছাদুজ্জামান মিয়া বলেন, এ মামলার রায় শোনার জন্য দেশবাসী অপেক্ষা করছে। কোনো থ্রেট বা বিশৃঙ্খলা তো দূরের কথা বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তিনি আরো বলেন, পুলিশ রাজনীতি করে না, জনগণের জানমাল রক্ষা করে। এটা পুলিশের সাংবিধানিক দায়িত্ব।

ডিএমপি কমিশনার বলেন, রায় ঘিরে অতি উৎসাহী কতিপয় স্বার্থান্বেষী মহল নানা মুখরোচক গল্প ফাঁদছে। এদের উদ্দেশ্য ভিন্ন। এসব সুযোগসন্ধানী সব সময় মনগড়া বক্তব্য প্রচার করে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কেউ দেশের স্বাভাবিক নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

চৌদ্দ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আজ ১০ অক্টোবর।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads