• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
পাকিস্তানে বাংলাদেশি হাইকমিশনারকে বরখাস্তের সুপারিশ

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি

সংরক্ষিত ছবি

জাতীয়

পাকিস্তানে বাংলাদেশি হাইকমিশনারকে বরখাস্তের সুপারিশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে বরখাস্তে সুপারিশ পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। পাকিস্তান টুডের এক রিপোর্টে বলা হয়, পাকিস্তানের নতুন হাইকমিশনার সাকলাইন সৈয়দাকে গ্রহণ করতে বাংলাদেশ অস্বীকৃতি জানাচ্ছে বলে পাকিস্তান এমনটা বিবেচনা করছে। রিপোর্টে আরো বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট  কূটনৈতিক উত্তেজনার বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। একই সঙ্গে তিনি দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানকে বহিষ্কারের সুপারিশ করেছেন।

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার মনোনীত করা হয় সাকলাইন সৈয়দাকে। কিন্তু গত আট মাস ধরে তার কাগজপত্র গ্রহণ করেনি বাংলাদেশ। গত ফেব্রুয়ারি থেকে এ বিষয়ে বাংলাদেশের সম্মতির অপেক্ষায় রয়েছে পাকিস্তান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও দেশটির নতুন হাইকমিশনারের বিষয়টি অনুমোদন বা বাতিল কোনোটাই করেনি ঢাকা। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কারণও ব্যাখ্যা করছে না বলে রিপোর্টে বলা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads