বিদেশি কূটনীতিকদের বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ সম্পর্কে জানিয়েছে সরকার। গতকাল রোববার বিকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও আইনমন্ত্রী আনিসুল হক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হকও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
তবে আন্তর্জাতিক মহলের আহ্বান ও স্টেকহোল্ডারদের দাবি মেনে আইনটিতে সংশোধনী আনার ব্যাপারে কূটনীতিকদের সরকার কোনো নিশ্চয়তা দিয়েছে কি না তা জানা যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর ‘ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮’ জাতীয় সংসদে পাস হয়। পরে ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ বিলটিতে সম্মতি দেন। আইনটির ৯টি ধারা সংশোধনের দাবিতে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করেছে সম্পাদক পরিষদ। তাদের বক্তব্য, গণমাধ্যমের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা রক্ষার জন্য আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ এবং ৫৩ ধারা অবশ্যই সংশোধন করতে হবে। এর আগে তথ্যমন্ত্রীর অনুরোধে মানববন্ধনটি স্থগিত করেছিল সম্পাদক পরিষদ।