• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
চট্টগ্রামে নকল স্বর্ণের বারসহ ৫ ‘প্রতারক’ আটক

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

চট্টগ্রামে নকল স্বর্ণের বারসহ ৫ ‘প্রতারক’ আটক

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২০

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব। প্রতারণার কাজে ব্যবহৃত ৩২ টি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয় । এসময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গতকাল শনিবার  চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ধোপার দীঘিরপাড়ে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাহমুদুল হাসান মামুন।

আটকরা হলেন- মো. জসিম উদ্দিন (৪২), মোঃ ওসমান ওরফে রুবেল (২৯), মো. সোলাইমান (৩৫), মোঃ ইদ্রিস (৫৮)  এবং মো. আবু জাহেদ (৩৬)।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক  এএসপি কাজী মো. তারেক আজিজ জানান , গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, একটি প্রতারক চক্র চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ধোপার দীঘিরপাড়ে অবস্থিত জম জম সিএনজি ফিলিং স্টেশন এর বিপরীত পাশে ভাই ভাই স্টোরের সামনে নকল স্বর্ণের বার বিক্রয়ের উদ্দেশ্যে সিএনজি গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এমন তথ্যের  ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল অভিযান প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করে।  

 

পরে ঘটনাস্থল ও আটককৃত আসামিদের দেহতল্লাশি করে ৩২ টি নকল স্বর্ণের বার ও বিপুল পরিমাণ প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads