• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, চার পুলিশ সদস্যসহ আহত ৫

ফাইল ছবি

জাতীয়

পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, চার পুলিশ সদস্যসহ আহত ৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০২০

রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ মোট ৫ জন আহত হয়েছে।

আজ বুধবার সকাল ৭টার দিকে পল্লবী থানার ভেতরে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই অংকুশ, এসআই শফিক, এসআই রুমি ও ইন্সপেক্টর ইমদাদ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, ''গোপন সূত্রের খবরে গতকাল তিনজন ভাড়াটিয়া খুনিকে গ্রেপ্তার করেছিল পল্লবী থানার পুলিশ। তাদের কাছ থেকে দুইটি পিস্তল আর জিনিসপত্র উদ্ধার করা হয়, তার মধ্যে ওয়েট মেশিনের (ওজন পরিমাপ করার যন্ত্র) মতো দেখতে একটি বস্তু ছিল।''

''আজ সকাল সাতটার দিকে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে চার জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়। তাদের মধ্যে ওসি তদন্তও রয়েছেন।''
কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেটা নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads