• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
টিভি দেখছিলেন চালকের আসনে থাকা ব্যক্তি

দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা ব্যক্তিটি টিভি দেখছিলেন

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

উবারের স্বচালিত গাড়ি দুর্ঘটনা

টিভি দেখছিলেন চালকের আসনে থাকা ব্যক্তি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ জুন ২০১৮

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চলতি বছর মার্চে একটি দুর্ঘটনা ঘটায় উবারের স্বচালিত গাড়ি। স্বচালিত মোডে থাকলেও গাড়িতে তখন একজন চালক উপস্থিত ছিলেন। আর দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা ব্যক্তিটি গাড়ি চালনায় মনোযোগী না হয়ে টিভি দেখছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গাড়িতে থাকা ক্যামেরা থেকে সংগৃহীত ফুটেজ দেখে এমন তথ্য জানানো হয়।

গাড়িটি থেকে পাওয়া ভিডিও ফুটেজে গাড়ির সামনে ওই পথচারীর চলে আসা আর গাড়ির ভেতরে চালকের আসনে থাকা রাফেলা ভাসকুইজের ওই সময়ের প্রতিক্রিয়া দেখা যায়। 

বাইরের ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার দিন উবারের গাড়িটি ইলেইন হার্জবার্গ নামে ৪৯ বছর বয়সী পথচারীকে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ধাক্কা দেয়। আর গাড়ির ভেতরের দৃশ্যে দেখা যায়, ওই সময় চালকের আসনে থাকা ব্যক্তি গাড়িটি নিয়ন্ত্রণ করছিলেন না। দুর্ঘটনার আগে তিনি নিচের দিকে ও রাস্তা থেকে দূরে তাকিয়ে ছিলেন।

পুলিশের সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, রাফেলা একটি ট্যালেন্ট শো অনুষ্ঠান স্ট্রিম করে দেখছিলেন। গাড়ির চলার পথের চেয়ে ‘দ্য ভয়েস’ নামের ওই অনুষ্ঠানের দিকেই তার নজর বেশি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  দুর্ঘটনার ঠিক ০.৫ সেকেন্ড আগে তিনি তার ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়েছিলেন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। কিন্তু এর আগে তিনি প্রায় ৫.৩ সেকেন্ড ফোনেই মনোযোগী ছিলেন। ওই সময় গাড়িটি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে চলছিল। তবে রাফেলা সে সময় রাস্তার দিকে তাকিয়ে থাকলে এই দুর্ঘটনা পুরোপুরি এড়ানো যেত।

স্বচালিত গাড়ি পরীক্ষা নিয়ে উবারের অঙ্গীকারে বলা আছে, চালকের আসনে থাকা ব্যক্তি সবসময় মনোযোগ রাখবেন যাতে কঠিন পরস্থিতিতে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যায়। এই দুর্ঘটনা নিয়ে চলমান তদন্তে উবার সম্পূর্ণ সহযোগিতা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads