সম্প্রতি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের নতুন একটি আপডেট উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। তবে অক্টোবর আপডেট (১৮০৯ সংস্করণ) নামের এ আপডেটে কিছু ত্রুটি থাকার খবর জানিয়েছেন ব্যবহারকারীরা। এরই প্রেক্ষিতে আপডেটটি অপসারণ করেছে মাইক্রোসফট। ব্যবহারকারীরা জানিয়েছেন, নতুন আপডেটের কারণে ডকুমেন্ট ফোল্ডার থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত ফাইল মুছে যাচ্ছে। এ বিষয়ে মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, ‘আপডেটের পর ফাইল হারিয়ে যাচ্ছে- কিছু ব্যবহারকারীর এমন অভিযোগের বিষয়ে কাজ চলছে এবং এ কারণে উইন্ডোজ ১০-এর অক্টোবর আপডেট আপাতত বন্ধ রাখা হয়েছে।’
মাইক্রোসফটের ওয়েবসাইটে দেখা গেছে, আপডেট ১৮১০ এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এখন সেখানে পাওয়া যাচ্ছে সবশেষ আপডেট ১৮০৯ পর্যন্ত।