যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছেন দেশটির শীর্ষ নারী কর্মকর্তা নিকি হ্যালি। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সশরীরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করলেও চলতি বছরের শেষ নাগাদ তিনি দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতিমালা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধিতার জেরেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউজ এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অক্সিওসের রিপোর্টে বলা হয়, নিকির পদত্যাগ ট্রাম্প প্রশাসনের কাছে অপ্রত্যাশিত ছিল। তবে তার পদত্যাগকে স্বাগত জানিয়ে ট্রাম্প টুইট বার্তায় লেখেন, ‘আমার বন্ধু নিকির এটা ভালো সিদ্ধান্ত।’
২০১৬ সালে ট্রাম্প নির্বাচনে জেতার পর সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালিকে ২০১৭ সালে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেন। গত এক মাস ধরে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মধ্যবর্তী নির্বাচনের আগে তার মতো একজন শীর্ষ কর্মকর্তার পদত্যাগকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।